প্রথমে শুরুতে টেকটিউনস পরিবার এবং টিউনার বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা। (ঈদ মোবারক) তাই আর কথা না বাড়িয়ে আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বেশ কিছু ঈদ মোবারক এসএমএস ।
যেটা ভালো লাগে সেটা বন্ধুদের পাঠিয়ে ঈদ শুভেছা জানান।
১। শুভ রজনী, শুভ দিন,
রাত পেরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
২। মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের
বাকি ১দিন,কাপড় চোপড়
কিনে নিন,গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন।
“ঈদ মোবারক”
৩। আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে
কাটবে অপেখখার ঘোর।
ঈদ মোবারক
৪। যে দিন দেখবো ঈদ এর চাঁদ
খুশি মনে কাটাবো রাত
নতুন সাজে সাজব সেদিন
সেদিন হলো ঈদের দিন
আনোন্দে কাটাবো সারা দিন!
ঈদ মোবারক
৫। ফুল সুভাষ দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের
কাদায়, আর আমার এই এস এম এস
তোমাকে ঈদের সুভেছ্ছা জানায়,
"EID মোবারক"
৬। নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও।
সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারাক বলো প্রান খুলে।
৭। আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে,
“ঈদ মোবারক”
৮। ভোর হলো দোর খোল, চোখ মেলে দেখরে।
রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে।
নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে . ঈদ চলে এল সবার দুয়ারে।
শুভেচ্ছা রয়লো সবাইকে . ঈদ মোবারক ।
৯। চাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে
পড়ল সবার গায় ।
ঈদ মোবারাক
১০। 'হাসি খুশি রাশি রাশি
আজ দুখ নিয়েছে বিদায়
সব বেতা ভুলে গিয়ে
বুকেতে বুক মিলাউ
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে'
১১। ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে
যেটা ভালো লাগে সেটা বন্ধুদের পাঠিয়ে ঈদ শুভেছা জানান।
১। শুভ রজনী, শুভ দিন,
রাত পেরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
২। মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের
বাকি ১দিন,কাপড় চোপড়
কিনে নিন,গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন।
“ঈদ মোবারক”
৩। আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে
কাটবে অপেখখার ঘোর।
ঈদ মোবারক
৪। যে দিন দেখবো ঈদ এর চাঁদ
খুশি মনে কাটাবো রাত
নতুন সাজে সাজব সেদিন
সেদিন হলো ঈদের দিন
আনোন্দে কাটাবো সারা দিন!
ঈদ মোবারক
৫। ফুল সুভাষ দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের
কাদায়, আর আমার এই এস এম এস
তোমাকে ঈদের সুভেছ্ছা জানায়,
"EID মোবারক"
৬। নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও।
সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারাক বলো প্রান খুলে।
৭। আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে,
“ঈদ মোবারক”
৮। ভোর হলো দোর খোল, চোখ মেলে দেখরে।
রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে।
নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে . ঈদ চলে এল সবার দুয়ারে।
শুভেচ্ছা রয়লো সবাইকে . ঈদ মোবারক ।
৯। চাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে
পড়ল সবার গায় ।
ঈদ মোবারাক
১০। 'হাসি খুশি রাশি রাশি
আজ দুখ নিয়েছে বিদায়
সব বেতা ভুলে গিয়ে
বুকেতে বুক মিলাউ
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে'
১১। ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে
1) হাঁসের ডিম মুরগির ডিম"দেখা হবে ঈদের দিন" ঈদ মানে আনন্দ 'ঈদ মানে খুশি' ঈদের দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি! ঈদ মোবারক
2) মন চাইছে কারো সাথে কথা বলি।মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি । - ঈদ মোবারক-
3) চিঠি দিয়ে নয়"ফুল দিয়ে নয়"কার্ড দিয়ে নয়"কল দিয়ে নয়"মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে জানাই সবাই কে"অগ্রিম ঈদের শুভেচছা"ঈদ মোবারক.[(.....)
4) দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ, সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল । ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি। অগ্রিম ঈদ মোবারক
5) ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন । তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ । বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে । ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন ।
6) দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ, সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল । ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।
7) সোনালি সকাল, রোদেলা দুপুর, পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত। সব রঙ্গে রাঙ্গিয়ে থাক আপনার সারাটি বছর, সারাটি জীবন। এই কামনায় "ঈদ মোবারাক"
8) কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়, ঈদ মোবারাক !!
9) শপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!
10) আজ দু:খ ভুলার দিন, আজ মন হবে যে রঙ্গিন। আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ হবে সিমাহীন। তার একটাই কারন, আজ যে ঈদের দিন। ঈদ মোবারাক !!
11) যে দিন দেখবো ঈদ এর চাঁদ খুশি মনে কাটাবো রাত নতুন সাজে সাজব সেদিন সেদিন হলো ঈদের দিন আনোন্দে কাটাবো সারা দিন! ঈদ মোবারক
12) শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি? টিক্কা না ঝালফ্রাই? এনটিভি না চ্যানেল-আই? রিলাক্স না বিজি? শাড়ি না শার্ট? Wishing from heart ... EID MUBARAK
13) বলছি আমি আমার কথা, ঈদে থাকবে নাকো মনের ব্যাথা, আমার জীবনে অনেক চাওয়া, ঈদ থেকে সব পাওয়া, ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা, ঈদ মোবারক
14) এই এসএমএস, যার কাছে যাবি, যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি, লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি, আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
15) রং লেগেছে মনে মধুর এই ক্ষনে, তোমায় আমি রাংগিয়ে দিবো এই ঈদের দিন, " ঈদ মোবারক "
16) বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে, সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে, "ঈদ মোবারক"
17) ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে, অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে, সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে, শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে
18) তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে, দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে, অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ, এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক
19) কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় " ঈদ মোবারক "
20) নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন।নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের রাত।........... ঈদ মোবারক ........
Search Tag: ঈদ Sms,ঈদ মোবারক এসএমএস,ঈদ মোবারক Sms,ঈদ মুবারাক এসএমএস,ঈদ মুবারাক Sms, ইদ এসএমএস, ইদ Sms, ইদ মোবারক, বাংলা Eid এসএমএস,Eid এসএমএস বাংলা,এস এম এস, বাংলা এসএমএস, বাংলা ফেসবুক স্ট্যাটাস, বাংলা ফেসবুক স্টাটাস, Bangla Facebook Status Collection.